৮ জুলাই ২০২৫

চট্টগ্রামের দুই থানার ওসি পদে রদবদল

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি‌) পদে রদবদল হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, বন্দরের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মনজুর কাদের মজুমদারকে চকবাজার থানার ওসি এবং চকবাজারের ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহকে ডিবি বন্দরে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ