ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না সোমবার

বাংলাধারা প্রতিবেদক»

বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বান্দরবান ও রামপুরের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:

সোমবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর ও এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি রামপুর উপকেন্দ্রের ফিডার নং এইচ-১১ এর আওতায় শান্তিবাগ আ/এ, রমনা আ/এ, শ্যামলী আ/এ, আগ্রাবাদ হাউজিং, রঙ্গীপাড়া, রঙ্গীপাড়া বাজার, ব্যাংক কলোনি (মিল্লাত ভবন), সূর্যের হাসি ক্লিনিক, মোল্লা পাড়া চৌরাস্তা মোড় (পশ্চিম পার্শ্বে) এর আশপাশের এলাকা

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন