ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

চট্টগ্রামের ৪ সহকারী কমিশনারকে বদলি

চট্টগ্রামে একযোগে ৪ সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন (শাখা-১) এর সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে বরিশাল বিভাগে, রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলমকে চট্টগ্রাম বিভাগে, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জামিউল হিকমাকে বরিশাল বিভাগে এবং পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামকে খুলনা বিভাগে একই পদে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন