চট্টগ্রাম জেলার ছয় থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পদায়ন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে তাদের পদায়ন করা হয়।
এর মাধ্যমে গত ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের ফটিকছড়ি থানা, রাঙ্গুনিয়া দক্ষিণ ও মডেল থানা, পটিয়া থানা, বাঁশখালী ও সন্দ্বীপ থানায় নতুন ওসি পেল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম জেলার ছয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে।
ছয় থানায় নতুন ওসির দায়িত্বপ্রাপ্ত হলেন চট্টগ্রাম জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শাখার পরিদর্শক নূর আহমদকে ফটিকছড়ি থানায়, চট্টগ্রাম জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মো. নজরুল ইসলামকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায়, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামানকে রাঙ্গুনিয়া মডেল থানায়, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূরকে পটিয়া থানায়, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলামকে বাঁশখালী থানা ও চট্টগ্রাম জেলা পুলিশের জয়েন্ট কারা পরিদর্শক শেখ মাহাবুবুর রহমানকে সন্দ্বীপ থানায়।