বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার নমুনা পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ১১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৮২০ জন।
নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় মোট দুই হাজার ১৮টি। নতুন আক্রান্তদের মধ্যে ২২৬ জন চট্টগ্রাম মহানগর এলাকা এবং ১১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়। আক্রান্তের সংখ্যা ৩৩ জন। এছাড়া ফটিকছড়ি ও রাউজান উপজেলায় শনাক্ত হয়েছে যথাক্রমে ২৬ ও ১৩ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, “গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।“
বাংলাধারা/এফএস/এফএস