বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামে আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পূর্বে করোনা আক্রান্ত এক রোগীর নমুনা পুনরায় পরীক্ষা করলে ফলাফল আবার পজিটিভ আসে।
বুধবার (৬ মে) দুপুরে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করে বাঁশখালী উপজেলায় ২ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন, হাটহাজারী উপজেলায় ১ জন, মিরসরাই উপজেলায় ১ জন, সীতাকুণ্ড উপজেলায় ১ জন, নগরীর দামপাড়া পুলিশ লাইনে ২ জন, কোস্ট গার্ডের ৩ জন, বিআইটিআইডি’তে ১ জন ও ফিল্ড হাসপাতালে ১ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরো বলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে মোট ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ১৪ টি পজিটিভ পাওয়া যায়।
বাংলাধারা/এফএস/টিএম