ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে আর ৩ জন করোনা আক্রান্ত

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৩৭টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৫৫ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

শনিবার (১২ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৩ জনই মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৮৪ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৪ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন