বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে ভ্যাকসিনের মজুদ ফুরিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্না ও সিনোফার্মের টিকাদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্যবিভাগ। এতে ফের বিদেশ গমনে অনিশ্চয়তায় ভুগেছিলেন অনেক প্রবাসী।
যদিও সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছিলেন, শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম ও মডার্নার আরও একটি টিকার চালান আসার কথা। তিনি আরও জানিয়েছিলেন, শনিবার টিকা এলে ফের শুরু হবে সিনোফার্ম ও মডার্নার টিকা প্রদান।
এদিকে ভ্যাকসিনের মজুদ ফুরিয়ে যাওয়া চারদিন টিকাদান কার্যক্রম বিঘ্নিত হলেও শনিবার রাতেই চট্টগ্রামে এলো ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ ভ্যাকসিন। অর্থাৎ সিভিল সার্জনের ধারণা সঠিক। আগামীকাল সোমবার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে টিকাদান।
তবে গণহারে না দিয়ে শুধুমাত্র সোমবার জেনারেল হাসপাতালসহ চসিকের নির্ধারিত কেন্দ্রগুলোতে সীমিত আকারে সিনোফার্ম দিয়ে প্রথম ডোজ এবং মর্ডনার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করা হবে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘ সোমবার জেনারেল হাসপাতালে সীমিত আকারে সিনোফার্ম দিয়ে প্রথম ডোজ এবং মর্ডনার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করা হবে। তবে বাকি কেন্দ্রগুলোর বিষয়ে চসিকের স্বাস্থ্য বিভাগ বলবে।’
অন্যদিকে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘সোমবার শুধুমাত্র সিনোফার্ম টিকা দিয়ে প্রথম ডোজ শুরু করা হবে। তবে দ্বিতীয় ডোজের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সেটি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এসএমএস ছাড়া কেউ যেন কেন্দ্রে না আসে।’
শনিবার রাত প্রায় সাড়ে দশটার দিকে এসব ভ্যাকসিন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এতে মর্ডানার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন পাওয়া যায়।
জানা যায়, ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষের নিবন্ধন করেও প্রথম ডোজের টিকার জন্য অপেক্ষায় রয়েছে।
বাংলাধারা/এফএস/এআই