৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে কমছে করোনা আক্রান্ত রোগী; নতুন শনাক্ত ৩০

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দর নগরী চট্টগ্রামে গত একদিনে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে । এরমধ্যে নগরের ২৪ জন ও বাকি ৬ জন বিভিন্ন উপজেলার। এদিকে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায় নি। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরো ৭৪ জন।

রোববার (২ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গত চব্বিশ ঘণ্টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৮ জনের এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০ জনের। বাকি চারটি ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬ জনের মধ্যে লোহাগাড়ার ১, বোয়ালখালীর ১, রাউজানের ২, ফটিকছড়ির ১ ও হাটহাজারীর ১ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৪৮০ জন। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৩৩ জন। নতুন করে ৭৪ জনসহ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪০৫ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও প্রায় সাত হাজার মানুষ।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ এপ্রিল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ