বাংলাধারা প্রতিবেদন >>
চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হলেন ১৩ হাজার ৯৭৬ জন।
চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের একটি ল্যাব ৮০৬ টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ৬ জন নগরের ও ১৩ জন উপজেলার।
সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৩১ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষায় কারও দেহে করোনার জীবাণু মিলেনি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জন নগরের। ১ জন উপজেলার।
এদিকে শেভরণ ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ১৬ জন নগরের ও ১ জন উপজেলার।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সাতকানিয়ার ২, চন্দনাইশের ২, পটিয়ার ১, রাউজানের ১, ফটিকছড়ির ৬, হাটহাজারীর ৭ ও মিরসরাইয়ের ১ জন আছেন।
এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৮ জন আর বিভিন্ন উপজেলার ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। আর জেলায় সুস্থ হয়েছেন ৭২ জন।
বাংলাধারা/এফএস/টিএম