ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে করোনা শনাক্তের হার শূন্যে নেমে এলো

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

সারাদেশের মত চট্টগ্রামেও কমেছে করোনার সংক্রমণ। বছরের প্রথমদিকে সংক্রমণ বাড়লেও গত দুইমাসে কমেছে উল্লেখযোগ্য হারে।

গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় দশমিক ৫৪ শতাংশ। সোমবার (১৪ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩ জনই মহানগর এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৯৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৭০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি কেউ। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন