বাংলাধারা প্রতিবেদন »
নগরীর নাসিরাবাদ থেকে কোটি টাকার চেকসহ ভূমি অফিসের এক কর্মকর্তাকে আটক করেছে দুদক। এ সময় তার কাছ থেকে নগদ সাড়ে সাত লাখ টাকা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নাসিরাবাদের চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি চট্টগ্রাম ভূমি অফিসের চেইনম্যান। এখন হাটহাজারি থানায় সম্পৃক্ত রয়েছেন তিনি।
দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, কোটি টাকার চেক ও নগদ সাড়ে সাত লাখ টাকাসহ ভূমি অফিসের এক চেইনম্যানকে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রাহকের দলিল ও কাগজ উদ্ধার করা হয়েছে। অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বাংলাধারা/এফএস/টিএম