চট্টগ্রামে গভীর রাতে র্যাবের অভিযানে উচ্চমাত্রার আসক্তি তৈরি করা মাদক আইসসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরের মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামের ওই পুলিশ সদস্য এবং তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করে র্যাব-৭এর একটী আভিযানিক দল।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মেহেদীবাগ এলাকায় র্যাব সদস্যরা এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন।
সিএমপি’র উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,আটক পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।