চট্টগ্রাম বাংলা রকের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমস। তার গান মানেই আবেগ, উন্মাদনা আর শ্রোতাদের সীমাহীন উচ্ছ্বাস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত গালা নাইট কনসার্টে তার গানে মুগ্ধ হলো হাজারো ভক্ত।
রাত সাড়ে আটটায় মঞ্চে পা রাখেন জেমস। মুহূর্তেই পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে দর্শকদের উল্লাসে। ‘শুরু’ শব্দের গুঞ্জনে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গান “কবিতা,” “সুলতানা বিবিয়ানা,” “মা,” “পাগলা হাওয়া,” “গোপনে,” “মীরাবাঈ,” “সুন্দরীতমা,” এবং “ভিগি ভিগি”।
গান শুনতে আসা হাজারো দর্শক মুগ্ধ হয়ে তার কণ্ঠে গলা মেলান। স্টেডিয়ামের উন্মুক্ত পরিবেশে ভক্তরা বৃত্তাকারে নেচে-গেয়ে উল্লাসে মেতে ওঠেন। শীতের রাতে নগর বাউলের সংগীত যেন উষ্ণতা ছড়িয়ে দেয় চারপাশে।
শেষে “ভিগি ভিগি” পরিবেশন করে রাত ১০টায় মঞ্চ ছাড়েন জেমস। তবে দর্শকরা যেন আরো কিছুক্ষণ তাকে ধরে রাখতে চাইছিলেন।
এই কনসার্টে জেমস ছাড়াও সোলস, আর্টসেল, শিরোনামহীন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ, লালন, তীরন্দাজ-সহ জনপ্রিয় ব্যান্ড দল পারফর্ম করে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ফুল উৎসবের সমাপনী উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১ হাজার পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করেন।
নগর বাউল জেমসের গানে বিমোহিত এই রাত ভক্তদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে!