বাংলাধারা প্রতিবেদন »
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৩ হাজার ৭৪১ জন এবং ছাত্র সংখ্যা ৩ হাজার ৬৫২ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হিসাবে সবার শীর্ষে ছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
সোমবার (৬ মে) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম এর পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, এবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ৪৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে ৪৫৬ জন শিক্ষার্থী পাস করেন এবং ৪১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
চট্টগ্রামে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ ১০
প্রতিষ্ঠান | পরীক্ষায় অংশগ্রহনকারী সংখ্যা | পাস করা সংখ্যা | জিপিএ-৫ প্রাপ্ত সংখ্যা |
১। চট্টগ্রামে কলেজিয়েট হাই স্কুল | ৪৫৭ | ৪৫৬ | ৪১১ |
২। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় | ৩৯২ | ৩৯২ | ৩১২ |
৩। নাসিরাবাদ বালক সরকারি উচ্চ বিদ্যালয় | ৪৬১ | ৪৫৯ | ২৯৪ |
৪। ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় | ৩২৫ | ৩২৪ | ২৭১ |
৫। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় | ৪৬৯ | ৪৬৫ | ২৬৪ |
৬। নাসিরাবাদ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় | ৩৩৬ | ৩৩৫ | ২১৮ |
৭। নৌবাহিনী উচ্চ বিদ্যালয় ও কলেজ | ৫১৭ | ৫০৯ | ১৮৭ |
৮। চিটাগাং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ | ২০৯ | ২০৯ | ১৬৩ |
৯। সরকারি বালক উচ্চ বিদ্যালয় | ৩০৯ | ২৯৫ | ১৪৬ |
১০। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় | ২৫৯ | ২৪৬ | ১১২ |