ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে ‘জুয়াড়ি’ সন্দেহে গ্রেফতার ৩ ভারতীয় নাগরিক রিমান্ডে

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন আন্তর্জাতিক ‘জুয়াড়ি’ চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার তিন ভারতীয় নাগরিককে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার তিনজন হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। 

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রসঙ্গত, শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ওই তিনজনকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে তাদের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিসিবির সুপারভাইজার আরেফিন হোসাইন তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন