চট্টগ্রাম নগরীতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ১২২ মিলিমিটার ভারী বর্ষণে জলজট দেখা দিয়েছে নিম্নাঞ্চলগুলোতে। পানির নিচে তলিয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক ও গলি।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নগরীর আমবাগান আবহাওয়া অফিস জানায়, গতরাত থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছিলো পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা।
এদিকে রাতভর টানা বর্ষণের ফলে টাইগারপাসে চলন্ত একটি মাইক্রোবাসরে উপর পাহাড়ের মাটি ধসে পড়ার ঘটনা ঘটেছে। লালখান বাজার থেকে টাইগারপাসগামী একটি মাইক্রোবাসে পাহাড়ের মাটি ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়াও ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় পানি সরতে না পেরে অনেক ঘর ও দোকানপাটের ভেতর পানি ঢুকে গেছে। এ থেকে বাদ যায়নি চট্টগ্রামের নগরপিতার বাসভবনও।
হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা মোহরা, হামিদচর, চর রাঙামাটিয়া, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, বাস টার্মিনাল, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখান নগর, প্রবর্তক মোড়।
এছাড়া আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই-খাতুনগঞ্জ, রিয়াজ উদ্দিন বাজারসহ নগরীর নিচু এলাকার সড়কগুলোতে হাঁটুপানি উঠেছে জোয়ারের সময়। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, ছোটপুল-বড়পুল, গোসাইলডাঙ্গা ও হালিশহরের বিভিন্ন এলাকায়।