ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

🔻বিভাগীয় নানা আয়োজন

চট্টগ্রামে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম জন্মোমহোৎসব শুক্রবার

🔺হাজারো ভক্তের ব্যপক সমাগমের প্রস্তুতি

যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম চট্টগ্রাম বিভাগীয় শুভ জন্মোহোৎসব আগামী ২৯ নভেম্বর শুক্রবার। সৎসঙ্গ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় এই জন্মমহোৎসব নগরের ফিরিঙ্গী বাজার মেরিনার্স সড়কের নেভাল-২ মাঠে আয়োজন করা হবে। শ্রীশ্রীঠাকুরের জন্মমহোৎসবে অংশ নিতে এবারো মানুষের ঢল নামবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। উৎসবে চিকিৎসক সম্মেলন ও দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন চট্টগ্রামের খ্যাতনামা অনেক বিশেযজ্ঞ চিকিৎসক।

আয়োজকরা জানান, এরআগে গতবছর একই মাঠে (নেভাল-২) শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম জন্মমহোৎসব এবং তার আগের বছর পলোগ্রাউন্ডে ১৩৫ তম জন্মমহোৎসবে লাখো মানুষের সমাগম হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম শুভ জন্মমহোৎসব মাঙ্গলিক নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপি মহাসমারোহে উদযাপিত হতে যাচ্ছে। এই লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভাগীয় এই জন্মমহোৎসবকে সামনে রেখে চট্টগ্রাম নগর ও জেলাসহ আশপাশে বিভিন্ন জেলা-উপজেলায় চলছে ব্যাপক প্রচারপ্রচারণা। উৎসবস্থল ও আশপাশের এলাকা অপরূপ সাজে সাজানো হচ্ছে। বিগত বছরগুলোর মতো এবারো সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বিভাগীয় এই উৎসব সম্পন্ন হবে।

আগামী ২৯ নভেম্বর শুক্রবার এই উৎসব উপলক্ষে আগের দিন ২৮ নভেম্বরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৫টা ১০ মিনিটে সমবেত সান্ধ্যাকালীন বিনতি প্রার্থনা, ৫টা ৪১ মিনিটে ভক্তিগীতি প্রতিযোগিতা (শিশু-কিশোরদের), রাত ৮টায় ভা-ারায় প্রসাদ বিতরণ করা হবে।

আগামী ২৯ নভেম্বর শুক্রবার ভোরে মাঙ্গলিক বেদ পাঠ, তৎপর নহবত ও ঊষাকীর্ত্তনের মধ্য দিয়ে এবারের চট্টগ্রাম বিভাগীয় উৎসব শুরু হবে। এরপর ভোর ৬টা ৪ মিনিটে উৎসব মন্ডপে সমবেত প্রাত:কালীন বিনতি প্রার্থনা, নামজপ ও আশিষবাণীসহ অমিয় সদগ্রন্থাদি পাঠ হবে। এরপর সকাল পৌনে ৭টায় নাম সংকীর্তন, ৮টা ১৫ মিনিটে শিশু কিশোরদের নৃত্য (সাধারণ) প্রতিযোগিতা অনুষ্টিত হবে। সকাল সোয়া ১১টায় শুরু হবে চিকিৎসক সম্মেলন ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। দুপুর পৌঁনে একটায় মাতৃসম্মেলন (আলোচ্য বিষয়: মেয়েদের বৈশিষ্ট্য-পোষণী ব্রতই শিক্ষার বাস্তব ভিত্তি), দুপুর একটা থেকে ভান্ডারায় প্রসাস বিতরণ, সোয়া ২টায় ছড়ার গানের অনুষ্ঠান, বিকেল তিনটায় সাধারণ সভা (আলোচ্য বিষয়: ধর্ম মূর্ত্ত হয় আদর্শে), সন্ধ্যা ৫টা ১০ মিনিট সমবেত সান্ধ্যাকালীন বিনতি প্রার্থনা। এরপর নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের উৎসব সম্পন্ন হবে।

এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র আচার্য্য এসপিআর, সম্পাদক অজয় কুমার ধর ও প্রধান সমন্বয়ক তাপস কুমার নন্দী। এবার সাধারণ সভায় সৎসঙ্গ বাংলাদেশ সহ-সভাপতি প্রদীপ কুমার দেব এসপিআর, সহ-সম্পাদক সুব্রত আদিত্য এসপিআর, সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি তিমির কান্তি সেন এসপিআর প্রমুখ বক্তব্য রাখার কথা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন