বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আঞ্জুমান আরা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নীশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আঞ্জুমান আরা নামের ওই নারী গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হলো।
চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪১৩ জন। বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন আছেন।