ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

চোখ রাঙাচ্ছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ৩৭ বছর বয়সী এক যুবকের মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭২ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৫ জন। এনিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৩ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসাইন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গত ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ২১ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ৮ জন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন