বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে করোনার সংক্রমণ কমেছে। বর্তমানে তা ২ শতাংশে নেমে এসেছে। এদিকে হাসপাতালগুলোতেও কমেছে রোগীর চাপ।
সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য সচেতনতাই পারে সংক্রমণের হার নিম্নমুখী রাখতে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে ২২ জন মহানগর এলাকায় এবং ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন করোনায় চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা বলছেন, হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে এর মানে এই নয় আর করোনা হবে না। সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বাংলাধারা/এফএস/এফএস