বাংলাধারা প্রতিবেদন :::
গতকাল পহেলা জুলাই থেকে সারাদেশে চলছে সর্বাত্মক বা কঠোর লকডাউন। বিধিনিষেধ আরোপ করা হয়েছে সকল ধরনের সামাজিক অনুষ্ঠানেও।
সেখানে এমন বিধি নিষেধের মধ্যেও চট্টগ্রাম নগরীতে মাইক্রোবাসে বিয়ের অনুষ্ঠানের অংশ নিতে যাচ্ছিলেন ১২ জন যাত্রী। সরকারের কঠোর বিধি নিষেধে বন্ধ সকল ধরনের গণপরিবহন। জরুরী পরিসেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রেখেছে সরকার। তাই সেই বরযাত্রী মূলত পুলিশ প্রশাসনকে ফাঁকি দিতে অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে ওই বারোজন যাত্রী যাচ্ছিলেন নতুন ব্রিজ এলাকায়। কিন্তু বহদ্দারহাট মোড়ে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের চেক পোস্টে তারা ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছে চেক পোস্টে দায়িত্বরত পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ।
তিনি বলেন, রাত আনুমানিক পৌণে ১০টার সময় চেকপোস্টে একটি অ্যাম্বুলেন্সকে থামতে সংকেত দেওয়া হয়। চেক করার আগে চালক ভেতরে রোগী আছে বলে জানান। কিন্তু ভেতরে অনেক মানুষ আছে সন্দেহে চেক করলে দেখা যায় রোগীর বদলে ১২জন বিয়ের বরযাত্রী।’
তিনি আরও বলেন, ‘লকডাউনের আদেশ অমান্য করায় ওই সময়ে কোনও ভ্রাম্যমাণ আদালত না থাকায় তাদের শাস্তির আওতায় আনা যায়নি। তবে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআই