বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে বিএনপির সভাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ মার্চ) দুপুর ৩টার দিকে নগরের কোতোয়ালী থানার নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। যা এখনও চলমান।
দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সড়কে অগ্নিসংযোগও করা হয়েছে।
জানা যায়, হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন । বিএনপির কর্মীরা লাঠিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে মিছিল করার সময় পুলিশ বাঁধা দেয় । পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা পুলিশের কথায় কর্ণপাত না উল্টো পুলিশের উপর আক্রমণ করে ।
আরও জানা যায়, বিএনপি অফিসের সামনের সড়কে একটি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া সড়কে টেবিল এনে তাতে আগুন লাগানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্তারিত আসছে…
বাংলাধারা/এফএস/এআই