চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিস কমিটির পরিচালনায় এনএসটি হোল্ডিং লিমিটেড ১৪তম নতুন ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সিজেকেএস কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও প্রশিক্ষণ কোর্সের চেয়ারম্যান দেবাশিষ বড়ুয়া দেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি হাফিজুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ও জনাব নাজমুল হুদা।
যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকআব্দুল হান্নান মিরন দপ্তর সম্পাদক এ এম এম সৈকত নির্বাহী সদস্য নুরুল আফসার, হাজী দিদার শরিফুজ্জামান খান টিপু, গিয়াস উদ্দিন বাবর ও সক্রিয় রেফারিবৃন্দ।
অনুষ্ঠানে সিজেকেএস’র নির্বাহী সদস্য দিদারুল আলম দিদার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অ্যাসোসিয়েশনে বিভিন্ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা প্রদান করায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক বজলুর রহমান, আবু বক্কর সিদ্দিকি। এছাড়াও প্রশিক্ষক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ও নাজমুল হুদাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিজেএফআর এ আর এ সদস্য গোলাম মওলা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির নির্বাচনে দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
৫ দিনব্যাপি রেফারিদের এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে ৮২ জন। তার মধ্যে লিখিত ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয় ৫২ জন।