বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে উল্টোপথে বেপরোয়া মোটরসাইকেল রেসিংয়ে বাধা দেওয়ায় বিচারকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান।
আদালত সূত্র জানায়, দুই আসামিকে চারদিনের রিমান্ডে নিতে আবেদন করে পতেঙ্গা থানা পুলিশ। শুনানি শেষে আদালত তিনদিন রিমান্ড মঞ্জুর করেছেন।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে আউটার রিং রোডে উল্টো পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন গ্রেপ্তার দুইজন। সে সময় ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিন। সামনে পড়ায় দুই যুবককে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চাইলে এ সময় বিচারকের উপর হামলা চালায় ওই দুই যুবক। তখন স্থানীয়রা তাদেরকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে পতেঙ্গা থানায় মামলা হয়।
হামলার শিকার হওয়া বিচারক নগরীর একটি হাসপাতাল থেএকে চিকিৎসাও গ্রহণ করেন।
বাংলাধারা/এফএস/এইচএফ