আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১২৪ রান করে অল আউট হয় জিম্বাবুয়ে। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে শুরটা ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেছেন লিটন দাস। এরপরই বাগড়া হয়ে দাঁড়ায় বৃষ্টি। ফলে আপাতত বন্ধ আছে খেলা।
১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি টাইগারদের। লিটন দাসের সঙ্গে আজ উদ্বোধনী জুটিতে নেমেছিলেন অভিষিক্ত তানজিদ তামিম। ইনিংসের প্রথম ওভারে স্কোরবোর্ডে ওঠে ৫ রান। এরপর দ্বিতীয় ওভারে মুজারাবানির করা দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন লিটন। আউট হওয়ার আগে ১ রান করেছেন তিনি।
লিটন ফেরার পর ক্রিজে শান্তর সঙ্গী হয়েছেন অধিনায়ক শান্ত। টাইগার অধিনায়ক মাঠে নামার পর ইনিংসের তৃতীয় ওভার শেষ না হতেই বৃষ্টি নামলে দুই দলই ড্রেসিং রুমে চলে যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান।