১৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে বোর্ডকে চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস ৪৫ জন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফল পরিবর্তন হয়েছে ১৮২ জন শিক্ষার্থীর। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ৪৫ জন শিক্ষার্থী। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য এবার আবেদন করেছিল ১৪ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা যায়, গতবারের তুলনায় এবার পুনঃনিরীক্ষণের আবেদন বেশি হওয়ায় ফলাফল পরিবর্তনে ব্যবধান দেখা গেছে। অন্যান্য বছরের চেয়ে এবার অর্থাৎ ২০২২ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ দুটোই বেড়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে ফল পরিবর্তন হয়েছে ১৮২ জন পরীক্ষার্থীর আর পরিবর্তিত উত্তরপত্রের সংখ্যা ৪৯৮টি। এছাড়া ফেল থেকে পাস করেছে ৪৫ জন পরীক্ষার্থী এবং গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন। গতবার ছিল ৯ জন। আর এবছর ফেল থেকে কেউ জিপিএ-৫ পায়নি।’

আরও পড়ুন