ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাতটি গুদাম পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জের ওমর আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে রঙ, সুতা, আলকাতরাসহ বিভিন্ন পণ্যের সাতটি গুদাম পুড়ে গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন ও লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর চূড়ান্ত কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডে সাতটি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রামের অনেক পুরনো মার্কেট অগ্নিঝুঁকিপূর্ণ। এর আগেও আসাদগঞ্জের ওমর আলী মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। অগ্নিকাণ্ড এড়াতে নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন