৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে ভাড়ার তালিকা দিল বিআরটিএ, সর্বনিম্ন ভাড়া ১০

বাংলাধারা প্রতিবেদক»

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চট্টগ্রাম নগরীতে চলাচল করা ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের পর বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) ১৬.২৭ শতাংশ ভাড়া বাড়িয়ে নতুন ভাড়ার তালিকা  প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা এবং দূরপাল্লায় ১ টাকা ৮০ পয়সা থেকে ৪০ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা।

তালিকা অনুযায়ী, মিনিবাসে বা হিউম্যান হলারে সর্বনিম্ন ভাড়া ৮ টাকা এবং বাস ভাড়া  ১০ টাকা করা হয়েছে। তবে সিএনজি গ্যাস চালিত গণপরিবহনে এই ভাড়া কার্যকর হবে না। তা আগের ভাড়াতেই চলবে বলে বিআরটিএ’র নির্দেশনায় বলা হয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন রুটের বাসভাড়া জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন

রুট নম্বর ১: কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেট

রুট নম্বর ২: কালুরঘাট থেকে নিউ মার্কেট

রুট নম্বর ৩: ফতেয়াবাদ থেকে নিউমার্কেট

রুট নম্বর ৪: নিউমার্কেট থেকে ভাটিয়ারি

রুট নম্বর ৫: নিউমার্কেট থেকে বিমান বন্দর

রুট নম্বর ৬: লালদীঘির পাড় থেকে সী-বিচ

রুট নম্বর ৭: কোতোয়ালী থেকে ভাটিয়ারি

রুট নম্বর ৮: নিউ মার্কেট থেকে অক্সিজেন

রুট নম্বর ১০: কালুরঘাট থেকে সী-বিচ

রুট নম্বর ১১: ভাটিয়ারি থেকে সী-বিচ

এর আগে গত শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ডিজেল ও কেরোসিনে লিটারপ্রতি ৩৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা। অকটেনে ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা ও পেট্রল লিটারে ৪৬ টাকা বেড়ে করা হয়েছে ১৩০ টাকা।

এর পরদিন সকাল থেকে চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

কিন্তু দুপুর ২টার দিকে বিআরটিএ’র অনুরোধে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে  চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। পরে ডিজেল চালিত সব গণপরিবহনের বর্ধিত ভাড়া পুনঃনির্ধারণ করে দূরপাল্লার বাসে ২২ শতাংশ এবং চট্টগ্রাম নগরের বাসে ১৬.২৭ শতাংশ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ