ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে ভিক্ষুক সেজে মা-মেয়ের অভিনব চুরি

বাংলাধারা প্রতিবেদন»

ভিক্ষুক সেজে যান মানুষের দুয়ারে দুয়ারে। তবে ভিক্ষা দিতে বাড়ির মানুষ যখনই ভেতরে যান তখনই ঘর থেকে জিনিসপত্র নিয়ে পালিয়ে যান তারা।

এমন অভিনব পন্থায় চুরি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন মা-মেয়ে। 

রবিবার (১৫ আগস্ট) দুপুরে ডবলমুরিং মডেল থানার মৌলভীপাড়ার কামার গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন পুতুল বেগম (৪০) ও তার মেয়ে নারমিন (২০)। 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, “গ্রেফতার মা-মেয়ে পেশাদার চোর। তারা ছদ্মবেশে বিভিন্ন বাসা বাড়িতে যান। সেসব বাসা-বাড়িতে ভিক্ষা চান। তাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য যখন গৃহকর্তা বা গৃহকর্ত্রী ভেতরে যান, তখনই মা-মেয়ে সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং সামনে যা পান তাই নিয়ে আসেন। ভেতর থেকে ভিক্ষা আনতে সাধারণত গৃহকর্তা বা গৃহকর্ত্রীর খুব বেশি সময় লাগে না। সর্বোচ্চ ২০ থেকে ৩০ সেকেন্ড। তাই এই সময়ের মধ্যেই হাতের সামনে যা পান তাই নিয়ে চলে আসেন মা-মেয়ে। তবে তাদের মূল টার্গেট থাকে মোবাইল, ল্যাপটপ ও ভ্যানিটি ব্যাগ।

রোববার একটি বাসায় চুরি করতে গেলে চুরির মোবাইলসহ হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ