বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে করোনার অতীতের সব রেকর্ড ভেঙে নতুন শনাক্ত হয়েছে ৭১৩ জন।গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। এইদিন করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। মোট ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ছিলো ৩৩ দশমিক ৮০ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৭৭ জন এবং উপজেলায় ২৩৬ জন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা্ দাঁড়ালো ৬২ হাজার ৯১৩ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬২, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জন, ইপিক হেলথ কেয়ারে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।
একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪০ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায় নি। এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৮৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/এআর