বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশকে ঘিরে আয়োজিত এক প্রস্তুতি সমাবেশ শুরুর আগেই হাতাহাতিতে জড়িয়েছে দুপক্ষ। এ সময় ক্লাবের সামনে রাখা সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার একটি চিঠির বক্স ভাঙচুর করে নেতা-কর্মীরা।
বুধবার (২ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের কর্মসূচি নিয়েছে যুবলীগ। ওই সমাবেশের প্রস্তুতি হিসেবেই সভা ডাকে চট্টগ্রাম যুবলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় যুবলীগ শেখ ফজলে নাঈমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা স্লোগান শুরু করেন। যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের সঙ্গে পলিটেকনিক কলেজের সাবেক ভিপি মহিউদ্দিনের অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
এসময় মহিউদ্দিনের অনুসারীরা সুজনের ওপর চড়াও হন। একপর্যায়ে লিফটের কাছে থাকা অ্যালুমিনিয়ামের বার ও লাঠি দিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সুজন ও অন্যপক্ষের লোকজন মারধরের শিকার হন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, আমরা প্রেস ক্লাবের বাইরে ছিলাম। ভেতরে নিচতলায় কী নিয়ে মারামারি হয়েছে বুঝতে পারিনি। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
বাংলাধারা/আরএইচআর