ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে রাজস্ব আদায়ে দায়িত্বশীল ‌‘আট নারীকে’ সম্মাননা

বাংলাধারা ডেস্ক »

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে রাজস্ব আদায়ে জড়িত নারী সহকর্মীদের অবদানকে স্বীকৃতি প্রদান ও সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) কমিশনারেটের আজিজা খানম অডিটোরিয়ামে ‘রাজস্ব আহরণে নারীর ভূমিকা’-এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। সভায় মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ের মত ঝুঁকিপূর্ণও দায়িত্বশীল কাজে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ দপ্তরে কর্মরত ৮ জন নারী কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন, ফাতেমা খায়রুন নুর (উপ কমিশনার), অনুরূপা দেব (উপ কমিশনার), অনামিকা মিত্র (রাজস্ব কর্মকর্তা), মোসা. রওনক জাহান (সহকারী রাজস্ব কর্মকর্তা), জিয়াসমিন আক্তার (সহকারী রাজস্ব কর্মকর্তা), অতসী দে (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর), প্রিয়াংকা চৌধুরী (টেলিফোন অপারেটর) এবং তানজিনা জান্নাত আইভি (সিপাই)। অনুষ্ঠানে সকল নারী সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

আলোচনা সভায় রাজস্ব আহরণে নারীর ভূমিকা বিষয়ে একটি কি-নোট পেপার উপস্থাপন করেন এ দপ্তরের উপ কমিশনার ফাতেমা খায়রুন নূর। তিনি বলেন, এ দপ্তরের ৩৭৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫৪ জন নারী। তারা পুরুষ সহকার্মীদের সাথে তাল মিলিয়ে ভ্যাট আদায়ে অবদান রেখে চলেছেন। বর্তমান কমিশনারের নেতৃত্বে এ দপ্তরে একটি নারীবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। এ দপ্তরের নারীদের বিশেষ অবদানের কারণেই রাজস্ব আদায়ে প্রতিবছরই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হচ্ছে।

সভাপতির বক্তব্যে কমিশনার বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি ও উন্নয়নে সম অংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে আজ তাই নারীর প্রতি দৃষ্টি ভঙ্গি বদলে গেছে। নারীদের কাজের মূল্যায়নের সাথে তাল মিলিয়ে নারীর স্বীকৃতিও বাড়ছে। রাজস্ব আদায়ের মত ঝুঁকিপূর্ণ কাজে পুরুষের পাশাপাশি নারীদের স্বতঃস্ফুর্ত ও সফল অংশগ্রহণ বরাবরের মতই অব্যাহত থাকুক তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে এ দপ্তরের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপ কমিশনার, সহকারী কমিশনারসহ সকল পর্যায়ের নারী সহকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ