ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে রেকর্ড ৬৬২ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনার অতীতের সব রেকর্ড ভেঙে নতুন শনাক্ত হয়েছে ৬৬২ জন। একদিনের ব্যবধানে মৃত্যুও বেড়েছে প্রায় দ্বিগুণ। এইদিন করোনায় মারা গেছেন ৯ জন। করোনা শনাক্তের হার ৩৫.০২ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৪৯ জন এবং উপজেলায় ২১৩ জন ।

মঙ্গলবার (০৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।  

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫২১ জনের নমুনা পরীক্ষা করে ২১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৯, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৪২১ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন