ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে রেলওয়ে সুপার মার্কেট জবরদখলের অভিযোগ

এলপিজি

চট্টগ্রামের আইসফ্যাক্টরি রোডে রেলওয়ের জমিতে আবস্থিত সুপার মার্কেটটি জবরদখলের চেষ্টা করছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট । অভিযোগ ওঠেছে সিন্ডিকেটটি মার্কেট এলাকায় এসে শোডাউন দিয়ে মালিক পক্ষের লোকদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকী দিয়েছে। এসব বিষয় উল্লেখ করে মার্কেটের ব্যবসায়ী মো. মতিউর রহমান বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন

শনিবার (১ ফেব্রুয়ারি) জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।

আইস ফ্যাক্টরী রোডের শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট সমিতির সদস্য মতিউর রহমানের করা জিডির সুত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ১ জুলাই জমিটি বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী  লীজ নেয় আইস ফ্যাক্টরী রোড ব্যবসায়ী সমিতি ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায়ী সমবায় সমিতির নামে। লাইসেন্স বরাদ্দ প্রাপ্তির পর থেকে টিনশেড দোকান নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছে ব্যবসায়ীরা। বরাদ্দকৃত রেল ভূমিতে ব্যবসা আরম্ভের পর হতে স্থাপনা নিয়ে বিবাদীগন মার্কেট সমিতির সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন সদস্যদের হুমকি ধমকি ও হয়রানি করে আসছে।

এর ধারাবাহিকতায় গত  ২৮ জানুয়ারি সন্ধ্যায় বিবাদীগন শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের অভ্যন্তরে ডুকে লীজ নেওয়া ভূমি জবর দখলের নিমিত্তে সেখানে থাকা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে গালিগালাজ সহ ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।  ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকালে পুনঃরায় বিবাদীগণ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের সমিতির অফিসের সামনে আসে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের মার্কেট বুঝিয়ে না দিলে তারা সমিতির সেক্রেটারি মোহাম্মদ শাহ আলমসহ সমিতির অন্যান্য সদস্যদের প্রাণে মেরে ফেলবে মর্মে হুমকি ধমকি দিয়ে চলে যায়। বিবাদীর প্রতিনিয়ত হুমকিতে মার্কেটে থাকা ব্যবসায়ীরা ভীত অবস্থায় আছে বলে জিডিতে উল্লেখ করেছেন।

আরও পড়ুন