ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

চট্টগ্রামে শেখ হাসিনা সহ ৪২৫ জনের বিরুদ্ধে মামলা আদালতে হট্টগোল

চট্টগ্রামে শেখ হাসিনা সহ ৪২৫ জনের বিরুদ্ধে মামলা আদালতে হট্টগোল

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদসহ ৪২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মামুন আলী। একই মামলায় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়েছে।

বাদী মামুন আলী মামলায় উল্লেখ করেন, ২০১৬ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের হালিশহর এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের আয়োজন করা হয়। তখন হালিশহর থানার ওসির নেতৃত্বে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং বাদীসহ ১৭ জন বিএনপি কর্মীকে থানায় নিয়ে যায়। সেখানে ওসির নেতৃত্বে বাদীকে বেধড়ক মারধর করা হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, ওসি প্রণব চৌধুরী তাঁকে নির্যাতনের ভিডিও শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভিডিও কলে দেখান। এরপর জামিনে মুক্তি পাওয়ার পরও তাকে বারবার থানায় ধরে নিয়ে নির্যাতন করা হয়।

মামলার আবেদন গ্রহণের পর বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। এতে বাদীপক্ষের আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন এবং সরাসরি থানায় মামলা নেওয়ার দাবি করেন। বিচারক বিব্রত হয়ে এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান এবং পরে সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দেন।

বাদীর আইনজীবী আশরাফুর রহমান বলেন, ‘আমাদের আবেদন ছিল সরাসরি থানায় মামলা হিসেবে নেওয়ার জন্য। কিন্তু আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আমরা পুনরায় জোর দিয়ে আবেদন করেছি।’

এজলাসে হট্টগোল ও আদালতের বারান্দায় মিছিলের খবর পেয়ে নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘মক্কেলের দাবি আদায়ের জন্য আইনজীবী সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, তবে তা কোনো অবস্থাতেই আইনের ব্যত্যয় ঘটিয়ে নয়। আদালতের আদেশের প্রতি সম্মান জানানো উচিত।’

আরও পড়ুন