বাংলাধারা প্রতিবেদক »
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চট্টগ্রাম আগমনে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন।
শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ভারপ্রাপ্ত মেয়র।
চসিক ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্হাভাজন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় সেতু ও যোগাযোগ মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি’র চট্টগ্রাম আগমনে ফুলেল শুভেচ্ছা জানাই।’