ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে বাসায় আটকে অশ্লীল ছবি তুলে ব্লেকমেইল, নারীসহ আটক ৩

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে এক স্বর্ণের ব্যবসায়ীকে বাসায় আটকে রেখে অশ্লীল ছবি তুলে প্রতারণা করার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। স্বর্ণ ব্যবসায়ীর নাম তপন কুমার ধর (৫৮)।

শনিবার (১৩ মার্চ) সাড়ে আটটার সময় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, তপন কুমার ধর একজন স্বর্ণ ব্যবসায়ী। আসামী পম্পী বণিক তপন কুমার ধরের ব্যক্তিগত নম্বরে ফোন করে আত্মীয় পরিচয় দিয়ে এক জোড়া কানের দুল বানিয়ে দেওয়ার জন্য বাসায় যাওয়ার প্রস্তাব দেন। তপন কুমার ধর সন্ধ্যা ৭ টার সময় কানের দুলের অর্ডার নেওয়ার জন্য পম্পী বনিকের বাসায় যান। এসময় ১০ থেকে ১৫ মিনিট আলাপ হলে তপন কুমার ধরের আত্মীয়তার বিষয়টি সন্দেহ হয়। এরপর তিনি উঠে যেতে চাইলে আটককৃত তিন প্রতারক তাকে বাসার একটি কক্ষে আটকে রেখে পরনের শার্ট ও গেঞ্জি খুলে জোর করে পম্পী বণিকের সাথে লগ্ন অশ্লীল ছবি তুলে ৫০ হাজার টাকা দাবি করে।

এসময় পম্পী বণিক হুমকি দিয়ে বলেন, ৫০ হাজার টাকা না দিলে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে। এসময় তপন কুমার ধর আসামীদের দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দিয়ে ২ ভরি ৭ আনা ওজনের স্বর্ণের গলার চেইন ও পাথরসহ ১৪ আনা ওজনের স্বর্ণের আংটিসহ সর্বমোট তিন ভরি ৫ আনা যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা ও নগদ ১ হাজার ৫০০ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

তিন প্রতারক মিলে সব কিছু ছিনিয়ে নেওয়ার পর হত্যার হুমকি দিয়ে পম্পী ও তার সহযোগীরা বলেন, ‘এই ঘটনা কাউকে জানালে জানে মেরে ফেলবো’।

পরবর্তীতে তপন কুমার ধর নগরীর জেল রোডের মুখে থাকা ডিউটিরত এএসআই জয়নাল আবেদীন, এএসএআই রুবেল বড়ুয়াসহ উপস্থিত ফোর্স দেখতে পেয়ে সব কিছু খুলে বলে। এসময় পুলিশ ঘটনার বিবরণ শুনে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পম্পী বণিককে গ্রেফতার করে স্বর্ণালংকার উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে পম্পী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

আসামী পম্পীর স্বীকারোক্তি মতে তার সহযোগী চক্রের আরও দুই প্রতারককে গ্রেফতার করে পুলিশ। এই ব্যাপারে তপন কুমার ধর বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে দঃ বিঃ আইনের ৩৪২/৩৮৫/৩৮৬/৩৪ ধারায় ০১টি মামলা রুজু হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, আসামীরা সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন দোকান মালিক ও স্বর্ণ ব্যবসায়ীদেরকে টার্গেট করে। টার্গেটকৃত ব্যক্তির মোবাইল নম্বর সংগ্রহ করে মহিলা সদস্য কল দিয়ে টার্গেটকৃত ব্যক্তির সাথে সখ্যতা গড়ে তুলে এবং একপর্যায়ে টার্গেটকৃত ব্যক্তি মহিলার কথায় পটে গেলে তাকে কৌশলে বাসায় ডেকে এনে একপর্যায়ে ব্যবসায়ীর সাথে নগ্ন ছবি তুলে উক্ত নগ্ন ছবি দিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে ব্ল্যাকমেইল করে অর্থ দাবী করে। টাকা না দিলে মারধর করে। তারপর টাকা আদায় শেষ হলে ছেড়ে দেয়।

জানা যায়, গ্রেফতারকৃত পম্পী বণিক (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শোলাকান্দি এলাকার সনজিৎ বনিক ও মনি বনিক এর সন্তান। বর্তমানে কোতোয়ালী থানার ১৬নং বদরপাতি লেইনে শাহবাগ মার্কেট, সালাউদ্দিন বিল্ডিং ৪র্থ তলায় বসবাস করে। অন্য দুই আসামীর মধ্যে বিকাশ রায় (১৯) রাঙামাটি জেলার কাপ্তাই থানার বড়ইছড়ি কয়লার ডিপো চুনার ভাটি এলাকার অনিমা রায়ের সন্তান এবং রাজেশ দাশ (১৯) মুন্সীগঞ্জ গোয়ালিয়া থানার মৃত রাজীব দাশের সন্তান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন