ksrm-ads

১৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদের নির্বাচন ১২ জানুয়ারির মধ্যে

CWCCI

আগামী ১২ জানুয়ারির মধ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৫-২০২৭ অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জি এ রায়হান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৫ সেপ্টেম্বর চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্তমান পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সভায় সর্বসম্মতিক্রমে নাসিম ফারহানা শিরীন, পরিচালক (উপসচিব), পরিবেশ অধিদপ্তরকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড এবং অ্যাডভোকেট দিল আফরোজ, জজ কোর্ট, চট্টগ্রাম, লিগ্যাল এডভাইজর, ক্যান্টনম্যান্ট বোর্ড, চট্টগ্রাম এবং ডিভিশনাল হেড, বাংলাদেশ ন্যাশনাল উইম্যান লয়ার্স এসোসিয়েশনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়। তারা আগামী ১৫ অক্টোবর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

উল্লেখ্য, বর্তমান পরিচালনা বোর্ডের মেয়াদ শেষে স্বাভাবিক নিয়মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্যদের মধ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ডা: মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট, নিশাত ইমরান, শামীম মোর্শেদ, সীমা খাতুন, লুৎমিলা ফরিদ, ও পরিচালকমন্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন