কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের নব নিযুক্ত কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিজিএমইএ নেতৃবৃন্দ। বুধবার (৩ এপ্রিল) প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে- বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, এ.এম. শফিউল করিম (খোকন) ও এম. এহসানুল হকসহ নব-নির্বাচিত পরিচালক মোহাম্মদ মুছা, আমজাদ হোসেন চৌধুরী, মোস্তফা সরোয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মোঃ শহীদুল্লাহ, মোঃ আবছার হোসেন এবং প্রাক্তন পরিচালক হাসানুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় কাস্টমস বন্ড কমিশনারেটের পক্ষে যুগ্ম কমিশনার কামনাশীষ, মিজানুর রহমান, তপন চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে পোশাক শিল্পের বন্ড সংক্রান্ত কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুততার সাথে সম্পাদনের উপর গুরুত্বারোপ করা হয়।