ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রাম জেলা পরিষদের খাজনা টাকা আত্মসাৎ: সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম পুলিশ হেফাজতে

চট্টগ্রাম জেলা পরিষদের ৯৭ লাখ ৩৮ হাজার টাকার খাজনা আত্মসাতের অভিযোগে ইমতেয়াজ নাঈম (৩২) নামে এক সার্ভেয়ারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, ইমতেয়াজ নাঈম কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর বিনই গ্রামের বাসিন্দা। তিনি ২০১৫ সালের ২ নভেম্বর চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে যোগদান করেন। তবে এর আগে চার বছর ধরে তিনি খণ্ডকালীন সার্ভেয়ারের দায়িত্ব পালন করেন।

জেলা পরিষদের জমি খাজনা আদায়ের কাগজপত্র পর্যালোচনায় উঠে আসে যে ইমতেয়াজ নাঈম মোট ২৫টি জমা রশিদ বই গ্রহণ করেছিলেন। নিয়ম অনুযায়ী ইজারা থেকে প্রাপ্ত টাকা জেলা পরিষদের ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এভাবে তিনি ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করেছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ইমতেয়াজ নাঈমের বিরুদ্ধে এখনো মামলা হয়নি তবে প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি কাজী ছনোয়ার আহমেদ লাভলু জানান, অভিযোগটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্ত করবে দুদক। তিনি বলেন, “ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের শেষে বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে।”

এ ঘটনা নিয়ে চট্টগ্রাম জেলা পরিষদে তোলপাড় চলছে এবং অনেকেই এই ঘটনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ