বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মোহাম্মদ আব্দুস সালাম; তিনি সদ্য ভেঙে দেওয়া জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
বুধবারের (২৭ এপ্রিল) মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এম এ সালাম চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি। জেলা পরিষদের নির্বাচনের আগে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ শফিকুল আলম, কুমিল্লায় আবু তাহের, চাঁদপুরে ওচমান গনি পাটোয়ারী, ফেনীতে খায়রুল বাশার মজুমদার, নোয়াখালীতে ডা. এ বি এম জাফর উল্লাহ, লক্ষ্মীপুরে মো. শাহজাহান জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাচ্ছেন।
এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, এদের সবাই সদ্য ভেঙে দেওয়া জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।