ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের প্রার্থী নিরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম জেলা পরিষদ ১ নম্বর সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচনে মনোনয়ন পেলেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ’র (নাসিব) ভাইস প্রেসিডেন্ট নার্গিস আক্তার নিরা।

রোববার (১৮) সকালে ১ নম্বর সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচনে প্রার্থী হিসেবে নার্গিস আক্তার নিরা চূড়ান্ত হন।

নার্গিস আক্তার নীরা রাজনীতির পাশাপাশি একজন ক্রীড়া সংগঠক। তিনি চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্সের সদস্য ও নগরীর হালিশহর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ ও মুজিব সেনার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

নার্গিস আক্তার নিরা বলেন, ‘আমি জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। সকলের সহযোগিতায় মহান আল্লাহ যদি আমাকে কামিয়াব করেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে কাজ করে যাব। জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। নারী শিক্ষা ও নারীর অধিকার রক্ষার জন্য কাজ করে যাব, ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমি একজন সচেতন ও প্রগতিশীল ব্যাক্তি হিসেবে এই নির্বাচনে অংশ গ্রহণ করছি।’

আগামী চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন তিনি।

গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর এবং ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

আরও পড়ুন