চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর জন্মদিন উদযাপন করা হয়েছে। চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনে কেক কেটে ও শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে এই জন্মদিন পালন করা হয়।
মিরসরাই আইনজীবী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, মিরসরাই আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অ্যাড. অজয় কুমার কর্মকার, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক এজিএস অ্যাড. ইফতেখার রাসেল, স্পেশাল পিপি অ্যাড. পিরোজ উদ্দিন তারেক, এপিপি অ্যাড. ইমতিয়াজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের যুগ্নসম্পাদক সাংবাদিক কুতুব উদ্দিন, অ্যাড. গােকুল সিংহ রায়, চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য অ্যাড. মোহাম্মদ গালিব, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য শাখাওয়াত হোসেন জুয়েল, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল আলম, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, অ্যাড. নুসরাত জাহান, অ্যাড. সৌরভ, অ্যাড. নাজমুল হাসান, অ্যাড. মিসকাত, অ্যাড. এম এ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।