বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশে আসছে তুরস্কের নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪)। আগামীকাল মঙ্গলবার (৭ মে) সকাল ১০টা নাগাদ জাহাজটির চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন জাহাজটিকে স্বাগত জানাবেন।
জানা গেছে, বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসবে। এটা শুভেচ্ছা সফর। চার থেকে পাঁচদিনের মতো জাহাজটি বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।
সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকায় দেশটির দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে নৌ-বাহিনীর জাহাজটি বাংলাদেশ সফরের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।