বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বন্দরে ক্রেন দুর্ঘটনায় মোঃ লোকমান নিরাপত্তা বিভাগের এক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহষ্পতিবার (১৩ জুন) রাত ১১ টার দিকে বন্দরের ৬নং শেডের সামনে কর্মরত অবস্থায় ক্রেন এর সাথে দূর্ঘটানার শিকার হয়ে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বাংলাধারাকে জানান, মোঃ লোকমান বন্দরের ৬নং শেডের সামনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পণ্য উঠানামা করার সময় হঠাৎ একটি ক্রেন ভেঙ্গে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
বাংলাধারা/এফএস/এমআর