চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) এর একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল পর্যালোচনাপূর্বক সিবিইউএফটি নিউজ লেটার ও জার্নাল প্রকাশনা বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন অনুষদে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমসহ একাডেমিক বিষয়সমূহ সভায় অনুমোদন দেয়া হয়।
এতে সিবিইউএফটি ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, সিবিইউএফটি একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দেবাশীষ পালিত ও পদার্থ বিজ্ঞানের প্রফেসর ড. এ কে এম মইনুল হক মিয়াজীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।