চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র সাথে ইস্পাহানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পাহাড়তলী টেক্সটাইলস লি. এর এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় সিবিইউএফটি’র শিক্ষার্থীরা দেশের অন্যতম বৃহৎ স্পিনিং মিল ‘পাহাড়তলী টেক্সটাইলস লি.’-এ ইন্টার্নশিপ সুবিধাসহ ফ্যাক্টরি ভিজিটের মাধ্যমে যুগোপযোগী মেশিনারি প্রযুক্তিজ্ঞান অর্জন করতে পারবে। উভয় প্রতিষ্ঠানের সহযোগিতায় সেমিনার/ওয়ার্কশপ ও ব্যবহারিক প্রশিক্ষণসহ শিল্পায়ন সংশ্লিষ্ট নানাবিধ অভিজ্ঞতা অজর্নের সুযোগ লাভ করবে।
সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম ও পাহাড়তলী টেক্সটাইলস লি. এর চীফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া যৌথভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসলে দেশের প্রবৃদ্ধিও সমৃদ্ধি বেগবান হবে।
পাহাড়তলী টেক্সটাইলস’র সিইও সিবিইউএফটি’র একাডেমিক কার্যক্রমের প্রশংসা করে টেক্সটাইল শিল্পের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়নসহ সংশ্লিষ্ট যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিবিইউএফটি’র ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, ডীন ও ফ্যাকাল্টিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।