১২ জুলাই ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল দুই ঘন্টা

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। তবে কী কারণে রানওয়ে বন্ধ আছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

রবিবার (৭ আগস্ট) বিকেল ৩টার  দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন। এদিন বিকেল ২টা ২৫ মিনিট থেকে ৩টা ৪৫ পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ ছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেওয়ার সময় চাকা খুলে যাওয়ার কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। বিমানটির চাকা মেরামতের কাজ চলছে। বিমানটির চাকা মেরামতের কাজ করতে সেটি টো করে পার্কিংয়ে নেওয়া হয়েছে। তবে বিমানে থাকা কেউ আহত হননি বলে জানা গেছে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন