ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষকদের বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে। একইসাথে শিক্ষার্থীরা প্রায় ঘন্টাখানেক প্রধান ফটক আটকে রেখে কাটাপাহাড় সড়ক, শহিদ মিনার, প্রীতিলতা হল ঘুরে দক্ষিণ ক্যাম্পাস হয়ে প্রধান ফটকে এসে সমাবেশ শেষ করে।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেয় -“তুমি কে ,আমি কে-আছিয়া, আছিয়া, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না,উইং ওয়ান্ট জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই”

চবি শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন,এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দিয়ে এসেছে। কিন্তু এই সরকার নৈরাজ্য ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারছে না। দেশে প্রতিদিন ধর্ষনের ঘটনা ঘটছে। সরকারকে অবশ্যই সব ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।

এআরই/এনএস/বাংলাধারা

আরও পড়ুন